জীবনের নানা সমস্যা থেকে মুক্তি দেবে আটা, দেখে নেব উপায়গুলি

সমস্যাহীন সুখ-শান্তিময় জীবন আমরা সকলেই কামনা করি, কিন্তু জীবদ্দশায় দুঃখ হয়তো কখনও না কখনও আমাদের গ্রাস করেই। এই দুঃখের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা নানা ভাবে চেষ্টা করি। এ ক্ষেত্রে এমনই কিছু উপায় জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত রয়েছে, যা ঠিক ভাবে পালন করতে পারলে খুব উপকার পাওয়া যায়। দেখে নেব আটা ব্যবহারের কিছু উপায়।

Share this Video

আটার মধ্যে সরষের তেল মিশিয়ে বা রুটি তৈরি করার পর অল্প সরষের তেল মাখিয়ে যদি গরুকে খাওয়ানো হয়, তা হলে বৃহস্পতি গ্রহ শুভ অবস্থানে থাকে এবং এর ফলে আর্থিক উন্নতি ভাল হয়। আটার মধ্যে সরষের তেল ছাড়া গুড়, হলুদ এবং ছোলার ডাল মিশিয়ে খাওয়ালেও বৃহস্পতিকে তুষ্ট রাখা যায়।

Related Video