নীলা আর হীরা- দুটি রত্ন থেকে সাবধান, জ্যোতিষশাস্ত্র বলছে এগুলি বড় বিপদ ডেকে আনতে পারে

নীলা আর হীরা- দুটি অত্যান্ত দামি রত্ন। অনেকেই এইদুটিকে সজ্জার অঙ্গ হিসেবে ব্যবহার করেন। কিন্তু আপনি কি জানেন জ্যোতিষ মতে এই রত্নদুটি সকলের সহ্য হয় না।

/ Updated: May 10 2022, 08:06 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নীলা আর হীরা- দুটি অত্যান্ত দামি রত্ন। অনেকেই এইদুটিকে সজ্জার অঙ্গ হিসেবে ব্যবহার করেন। কিন্তু আপনি কি জানেন জ্যোতিষ মতে এই রত্নদুটি সকলের সহ্য হয় না। অনেক সময় দুটি রত্ন বিপদ ডেকে আনকে পারে। কারণ জ্যোতিষশাস্ত্র মতে নীলা শনির মূল রত্ন। আর হীরা শুক্রগ্রহের প্রতীক। দুটি রত্ন এতটাই শক্তিশালী যে পরার মাত্র ২৪ ঘণ্টা পর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তির জীবনের ওপর প্রভাব পড়তে শুরু করে। তাই দুটি রত্ন ধারণ করার আগে অবস্যই জ্যোতিষবিদদের পরামর্শ নেওয়া জরুরি। কিন্তু ভুলেও রত্নগুলি পরামর্শ না নিয়ে পরবেন না। এমনটাও দেখা গেছে রত্নগুলি পরার পরেই একাধিক বিপদের সম্মুখীন হচ্ছেন আপনি। তখনই পরামর্শ নিয়ে রত্নগুলি খুলতে ফেলতে হবে। তবে মনে রাখবেন যদি এগুলি সহ্য হয় তাহলে দ্রুত উপকার পাবেন। কোনও সমস্যাই হবে না। হীরা জীবনে সুখ আর সমৃদ্ধি নিয়ে আসে। আর নীলা নিয়ে আসে উন্নতি। শিল্পীদের জন্য নীলা খুবই প্রয়োজনীয়।