আপনার কি শনিবার জন্ম? শনি ঠাকুরের প্রভাব থাকায় কেমন কাটবে আপনার জীবন, দেখুন

জ্যোতিষ অনুযায়ী শনিবার যাদের জন্ম হয় তাদের মধ্যে বেশ কিছু গুণ থাকে। কিন্তু কোনও কিছু পাওয়ার জন্য কঠিন সংগ্রাম করতে হয় তাদের। কোনও কিছুই সহজে পায় না এরা। শনিবারে জন্মগ্রহণকারী জাতক ও জাতিকাদের মধ্যে শনির জোরালো প্রভাব থাকে। তবে এরা পরিবারকে বেঁধে রাখতে পারে। 

Share this Video

শনিবারের জাতক ও জাতিকা মনের দিক থেকে খুবই নিঃসঙ্গ হয়। সাধারণত এরা একা থাকতে ভালবাসে। কিন্তু যাকে ভালবাসে তাঁকে এরা প্রাণ দিয়ে ভালবাসে। এরা প্রকৃতিপ্রেমি হয়। এদের মনটা খুব উদার হয়। সহজেই একা কাউকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু সহজে কারও সঙ্গে মেশে না। খুবই সীমিত মানুষের সঙ্গেই এরা মেশ। তবে এদের সমঝতা করার ক্ষমতা অন্যদের তুলনায় অনেকটাই বেশি। 

Related Video