ঘর লাগোয়া বাথরুম হলে এই ভুল গুলি থেকে বিরত থাকুন, নাহলে সংসারে নেমে আসবে অমঙ্গল

আগেকার দিনে ঘরের থেকে বাথরুম অনেক দূরে থাকলেও আজকাল বেশিরভাগ বাড়ি বা ফ্ল্যাটে এটাচ বাথরুম। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম হলে কিছু বিষয় মাথায় রাখা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ না হলে সংসারে নানান সমস্যা আসতে পারে। 

Share this Video

আগেকার দিনে ঘরের থেকে বাথরুম অনেক দূরে থাকলেও আজকাল বেশিরভাগ বাড়ি বা ফ্ল্যাটে এটাচ বাথরুম। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম হলে কিছু বিষয় মাথায় রাখা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ না হলে সংসারে নানান সমস্যা আসতে পারে। বাথরুমটি যদি বেডরুম বা ড্রয়িং রুমের সঙ্গে এটাচ থাকে তবে এর পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন। নোংরা বাথরুম আপনার বাস্তুকে প্রভাবিত করবে এবং আর্থিক সমস্যার চরম পর্যায়ে পৌঁছবে। বেডরুম যদি বাথরুম লাগোয়া হয় তাহলে খেয়াল রাখবেন ঘুমানোর সময় পা বা মাথা দুটোই যেন বাথরুমের দিকে না থাকে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সম্ভাবনা। যদি বাথরুমের কল থেকে জল অনবরত পড়তে থাকে এই লক্ষণ খুবই অশুভ। এটি অর্থক্ষতির ইঙ্গিত অথবা বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। যদি বাথরুমটি বসার ঘর বা বেডরুমের সঙ্গে এটাচ থাকে তবে বাস্তু অনুসারে বাথরুম আকাশী, ক্রিম রঙের মতো হালকা রং ব্যবহার করুন।

Related Video