প্রতিবেশীর বাড়ি থেকে এই দুটি জিনিস চুরি করলে, ফিরবে ভাগ্য, জানুন কি করতে হবে

কঠোর পরিশ্রম করছেন, দেবী লক্ষ্মীর কৃপা পেতে ব্রতপালনও করছেন। কিন্তু কিছুতেই লক্ষ্মীর কৃপা পাচ্ছে না। অর্থ আসছে কিন্তু  তা থাকছে নাা। দারিদ্র্য কাটছে না- এই সমস্যার সমাধানও রয়েছে জ্যোতিষ শাস্ত্রে। জ্য়োতিষ শাস্ত্রে বলা হয়েছে যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে প্রতিবেশীর বাড়ি থেকে আপনাকে দুটি জিনিস চুরি করতে হবে।

Share this Video

একটি হল চিনি আর অন্যটি হল ঝাঁটা। চিনি- জ্যোতিষ অনুযায়ী চিনি হল শুক্রের প্রতীক। লক্ষ্মী, সরস্বতী আর দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদ রয়েছে চিনির ওপর। আর সেই কারণে লক্ষ্মীর কৃপা পেতে প্রতিবেশীর বাড়ি থেকে অল্প কিছু চিনি চুরি করুন। ঝাড়ু- ঝাড়ুকেও মা লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয়। ঝাড়ু ঘরের নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। তাই আপনি যদি ধনী হতে চান তাহলে অবশ্যই প্রতিবেশীর বাড়ি থেকে ঝাড়ু চুরি করুন। তারপর আপনার বাড়ির একটা কোন - যেখানে আপনি পুরনো বা বাতিল জিনিসগুলি রাখেন সেখানে লুকিয়ে রাখুন। তাতে দেখবেন আপনি দেবী লক্ষ্মীর কৃপা পাবেন। 

Related Video