Happy Birthday Subhashree- গুরুতর চোট নিয়েই জন্মদিনের আনন্দে মাতলেন শুভশ্রী

দীপাবলির মধ্যে পায়ে চোট অভিনেত্রী (tollywood actress) শুভশ্রীর। সম্প্রতি মলদ্বীপে (Maldives) ঘুরতে গিয়েছিলেন। পুত্র ইউভান (Yuvaan) এবং রাজকে সঙ্গে নিয়ে সপরিবারে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঘুরে আসার পরই পেলেন টের। ১ মাসের বেডরেস্ট জানিয়েছেন চিকিৎসক। জিম করতে গিয়েই ডানপায়ে চোট পেয়েছিলেন শুভশ্রী। এরপরেই চিকিৎসকের পরামর্শ নিয়ে এক্সরে করান অভিনেত্রী। এক্সরেতেই ধরা পড়ে হেয়ারলাইন ফ্যাক্চার রয়েছে তাঁর। ভারী জিনিসপত্রও না তোলার পরামর্শ চিকিৎসকের। সূত্রের খবর, কোনও ধরনের ভারী জিনিসপত্রও না তোলার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছে চিকিৎসক ১ মাসের বেড রেস্ট-এর কথা বলেছেন। যদিও শুভশ্রী নিজেও বুঝতে পারেছন না পুরো বিশ্রাম করা সম্ভব হবে কি না। কারণ ছেলে ইউভান এখন অনেকটাই ছোট, তার দেখভালের বিষয় রয়েছে।  এছাড়াও দীপাবলি থেকে শুরু করে ভাইফোঁটাও রয়েছে। আর এই পায়ে চোট নিয়েই জন্মদিন পালন করতেও দেখা গেল শুভশ্রীকে। জন্মদিনে কেক কাটতেও দেখা গেল তাঁকে। কেক কেটে নিজেও খেলেন আবার সকলকে খাওয়ালেনও।
 

/ Updated: Nov 03 2021, 12:56 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দীপাবলির মধ্যে পায়ে চোট অভিনেত্রী (tollywood actress) শুভশ্রীর। সম্প্রতি মলদ্বীপে (Maldives) ঘুরতে গিয়েছিলেন। পুত্র ইউভান (Yuvaan) এবং রাজকে সঙ্গে নিয়ে সপরিবারে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঘুরে আসার পরই পেলেন টের। ১ মাসের বেডরেস্ট জানিয়েছেন চিকিৎসক। জিম করতে গিয়েই ডানপায়ে চোট পেয়েছিলেন শুভশ্রী। এরপরেই চিকিৎসকের পরামর্শ নিয়ে এক্সরে করান অভিনেত্রী। এক্সরেতেই ধরা পড়ে হেয়ারলাইন ফ্যাক্চার রয়েছে তাঁর। ভারী জিনিসপত্রও না তোলার পরামর্শ চিকিৎসকের। সূত্রের খবর, কোনও ধরনের ভারী জিনিসপত্রও না তোলার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছে চিকিৎসক ১ মাসের বেড রেস্ট-এর কথা বলেছেন। যদিও শুভশ্রী নিজেও বুঝতে পারেছন না পুরো বিশ্রাম করা সম্ভব হবে কি না। কারণ ছেলে ইউভান এখন অনেকটাই ছোট, তার দেখভালের বিষয় রয়েছে।  এছাড়াও দীপাবলি থেকে শুরু করে ভাইফোঁটাও রয়েছে। আর এই পায়ে চোট নিয়েই জন্মদিন পালন করতেও দেখা গেল শুভশ্রীকে। জন্মদিনে কেক কাটতেও দেখা গেল তাঁকে। কেক কেটে নিজেও খেলেন আবার সকলকে খাওয়ালেনও।