Nirbhaya: নির্ভয়া-র কাহিনি নিয়ে একান্ত সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা সরকার

মুক্তি পেল অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush) পরিচালিত নির্ভয়া। ১২ নভেম্বর মুক্তি পেল নির্ভয়া। ছবির প্রযোজক অমরিক সিং সাইনি। ছবির প্রযোজনা সংস্থা অমরিক এন্টারটেনমেন্ট স্পেস (Amrik Entertainment Space)। দুষ্কৃতীদের হাতে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী। এই ঘটনায় সে গর্ভবতী হয়ে পড়ে- এই নিয়ে শুরু হয় লড়াই। ১৩ বছরের ধর্ষিতা কিশোরীর গর্ভপাত করাতে শুরু হয় মামলা। এই মামলার ঘটনাপ্রবাহে উঠে আসে নানা প্রশ্ন। সেই সব প্রশ্নকে সামনে রেখে এগিয়েছে চিত্রনাট্য। ছবির মূল চরিত্র 'পটলকুমার' খ্যাত হিয়া দে। এছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী, শ্রীলেখা মিত্র। বিশেষ চরিত্রে রয়েছে প্রিয়ঙ্কা সরকার, শান্তিলাল। নির্ভয়া-র (Nirbhaya) কাহিনি নিয়ে একান্ত সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। সমাজের এক জ্বলন্ত সমস্যাকে তুলে ধরা হয়েছে- প্রিয়ঙ্কা। সমাজের বুকে একটা প্রশ্ন তুলে দিয়েছে নির্ভয়া- প্রিয়ঙ্কা। বাংলা সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ছবি নির্ভয়া- প্রিয়ঙ্কা। 

Share this Video

মুক্তি পেল অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush) পরিচালিত নির্ভয়া। ১২ নভেম্বর মুক্তি পেল নির্ভয়া। ছবির প্রযোজক অমরিক সিং সাইনি। ছবির প্রযোজনা সংস্থা অমরিক এন্টারটেনমেন্ট স্পেস (Amrik Entertainment Space)। দুষ্কৃতীদের হাতে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী। এই ঘটনায় সে গর্ভবতী হয়ে পড়ে- এই নিয়ে শুরু হয় লড়াই। ১৩ বছরের ধর্ষিতা কিশোরীর গর্ভপাত করাতে শুরু হয় মামলা। এই মামলার ঘটনাপ্রবাহে উঠে আসে নানা প্রশ্ন। সেই সব প্রশ্নকে সামনে রেখে এগিয়েছে চিত্রনাট্য। ছবির মূল চরিত্র 'পটলকুমার' খ্যাত হিয়া দে। এছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী, শ্রীলেখা মিত্র। বিশেষ চরিত্রে রয়েছে প্রিয়ঙ্কা সরকার, শান্তিলাল। নির্ভয়া-র (Nirbhaya) কাহিনি নিয়ে একান্ত সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। সমাজের এক জ্বলন্ত সমস্যাকে তুলে ধরা হয়েছে- প্রিয়ঙ্কা। সমাজের বুকে একটা প্রশ্ন তুলে দিয়েছে নির্ভয়া- প্রিয়ঙ্কা। বাংলা সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ছবি নির্ভয়া- প্রিয়ঙ্কা। 

Related Video