Paka Dekha: পরিবারের সম্মতিতেই সোহম-­সুস্মিতার 'পাকা দেখা', খোলামেলা আড্ডায় ছবির কলাকুশলীরা

পাকা দেখার সঙ্গে জড়িয়ে আছে নেক্সট টু ডোর গল্পের ইঙ্গিত। মন ভালো করা এক প্রেমের গল্প 'পাকা দেখা'। ভরপুর কমেডি এবং রোম্যান্স জনারে তৈরী হচ্ছে এই ছবি। ছবির হাত ধরে দর্শকরা পেতে চলেছে এক নতুন জুটিকে।
 

Share this Video

'পাকা দেখা' কথাটার সঙ্গেই জড়িয়ে আছে এক নেক্সট টু ডোর গল্পের ইঙ্গিত। আর তেমনই এক মন ভালো করার মজা ও প্রেমের গল্প বলতে আসছে সহম সুস্মিতা জুটির নতুন ছবি পাকা দেখা। ভরপুর কমেডি, রোমান্স জনারে তৈরী হচ্ছে এই ছবি। ছবির মাধ্যমে টলিউড পেতে চলছে এক ফ্রেশ জুটি। সদ্যই এই ছবির শুটিং স্পটে পৌছে গেল এসিয়ানেট নিউজ বাংলা। শুটিং ফ্লোরেই সকলের সাথে জমলো আড্ডা। 'পাকা দেখা'র গল্প বলতে বলতে নিজের বিয়ের মজার স্মৃতি শেয়ার করলেন ছবির নায়ক, ও প্রযোজক সোহম। মন ভালো করা এক প্রেমের গল্প 'পাকা দেখা'। ভরপুর কমেডি এবং রোম্যান্স জনারে তৈরী হচ্ছে এই ছবি। ছবির হাত ধরে দর্শকরা পেতে চলেছে এক নতুন জুটিকে। এই ছবিরই শ্যুটিং ফ্লোরে এশিয়ানেট নিউজ বাংলা। 'পাকা দেখা' পরিবারের সদস্যদের সঙ্গে চলল জমিয়ে আড্ডা। আড্ডার ফাঁকেই নিজের বিয়ের মজার গল্প শোনালেন সোহম। আড্ডা জমালেন 'পাকা দেখা' ছবির অন্যান্য সদস্যরাও।

Related Video