নীল থেকে গৌরব, প্রথম জামাইষষ্ঠী কার কেমন কাটল, দেখে নিন

  • জামাইষষ্ঠীতে মেতেছে গোটা বাংলার মানুষ
  • টলিপাড়াতেও এবার জমে উঠেছে জামাইষষ্ঠী
  • বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী এবার অনেক টলি তারকারই
  • কোন তারকার কেমন কাটল জামাইষষ্ঠী, দেখে নিন
     

Share this Video

জামাইষষ্ঠীতে মেতেছে গোটা বাংলার মানুষ। টলিপাড়াতেও এবার জমে উঠেছে জামাইষষ্ঠী। বিয়ের পর এবছরই প্রথম জামাইষষ্ঠী গৌরবের। শশুরবাড়িতে জামাই আদর জমে উঠেছিল গৌরবের। অন্যদিকে চলতি বছরের শুরুতেই বিয়ে সেরেছেন সৌরভ ও তরিতা। বিয়ের পর সৌরভেরও এটাই প্রথম জামাই ষষ্ঠী। জামাইষষ্ঠীতে আনন্দে মাতলেন প্রীতি ও রাহুল। জামাই আদরের সঙ্গে জমিয়ে চলল খাওয়াদাওয়া। অন্যদিকে ২০২১ -এ বিয়ে করেছেন নীল-তৃণাও। জমিয়ে সেলিব্রেশন হল নীলের প্রথম জামাইষষ্ঠী।

Related Video