১০০০ তম পর্বে রানি রাসমণি, কী বলছেন কলাকুশলীরা

দেখতে দেখতে ১০০০ পর্বের পা। করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকের সেটে এখন খুশির মেজাজ। লকডাউনের পরই ছন্দে ফিরেছে টেলি-দুনিয়া। সতর্কতা মেনেই চলছে শ্যুটিং। এরই মাঝে খুশির হাওয়া রানি রাসমণি-র সেটে। 

Share this Video

দেখতে দেখতে ১০০০ পর্বের পা। করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকের সেটে এখন খুশির মেজাজ। লকডাউনের পরই ছন্দে ফিরেছে টেলি-দুনিয়া। সতর্কতা মেনেই চলছে শ্যুটিং। এরই মাঝে খুশির হাওয়া রানি রাসমণি-র সেটে। ২৪ জুলাই এই পর্ব দেখানো হবে। ১০০০ তম পর্বে দর্শকদের জন্য থাকতে নতুন চমক। 

রানির ভুমিকায় অভিনয় করা দিতিপ্রিয়া থেকে শুরু করে গদাধরের অভিনয় করা সৌরভ, সকলের মুখেই একই কথা, দর্শকদের ভালোবাসার জোরেই আজ এই পর্ব পর্যন্ত সাফল্যের সঙ্গে চলেছে ধারাবাহিক, এভাবে পাশে থাকলে পরবর্তীতে আরও ২০০০ পর্বও এগিয়ে যাবে এই ধারাবাহিক। 

Related Video