মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এক হলেন টলি তারকারা, দেখুন ভিডিও

উত্তম কুমারের ৪০ তম প্রয়াণ দিবস উপলক্ষে এক হলেন টলি তারকারা। টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে মহানায়কের মূর্তির সামনে একটি স্মরণসভার আয়োজন করা হয়।

| Updated : Jul 24 2019, 05:45 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উত্তম কুমারের ৪০ তম প্রয়াণ দিবস উপলক্ষে এক হলেন টলি তারকারা। টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে মহানায়কের মূর্তির সামনে একটি স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, পরিচালক অশোক বিশ্বনাথন, অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবিকা মুখোপাধ্যায়, রোমি চৌধুরী, পিয়া সেনগুপ্ত-সহ বহু শিল্পী, কলাকুশলীরা এবং উত্তম কুমার অনুরাগীরা। উপস্থিত বিশিষ্টজনরা উত্তম কুমারের মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে, মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাডা়ও এদিন সকাল থেকেই টলি তারকারা মহানায়কের প্রতি সোশ্য়াল মিডিয়াতেও শ্রদ্ধা জানিয়েছেন। 

Related Video