Nabanna Abhijan : নবান্ন অভিযানের হুঁশিয়ারি ২১ এপ্রিল, এবার আন্দোলনের পথে চাকরিহারা প্রার্থীরা

Nabanna Abhijan : চাকরি হারিয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, সরকারকে ডেডলাইন ১৫ এপ্রিল, নবান্ন অভিযানের হুঁশিয়ারি, সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের ২৫,৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার পর কার্যত দিশেহারা অবস্থা তৈরি হয়েছে।

| Updated : Apr 05 2025, 08:12 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

Nabanna Abhijan : চাকরি হারিয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, সরকারকে ডেডলাইন ১৫ এপ্রিল, নবান্ন অভিযানের হুঁশিয়ারি, সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের ২৫,৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার পর কার্যত দিশেহারা অবস্থা তৈরি হয়েছে। তিন মাসের মধ্যে নতুন করে ফ্রেশ প্রসেসিংয়ের আশ্বাস মিললেও, চাকরি হারানো শিক্ষকদের মধ্যে ক্রমেই বাড়ছে অনিশ্চয়তা ও হতাশা।

এই পরিস্থিতিতে ১২টি সংগঠন একত্রিত হয়ে সরকারকে ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে দাবির সুষ্ঠু সমাধান করতে হবে। তা না হলে ২১ এপ্রিল নবান্ন অভিযান কর্মসূচি গ্রহণ করা হবে।

শনিবার সাংবাদিক বৈঠকে চাকরিহারা শিক্ষকরা বলেন, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং সেই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সকল রাজনৈতিক দল, সাধারণ মানুষ এমনকি সৌরভ গাঙ্গুলিকেও। তাঁর মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও সমাধানের পথ খুলতে পারে বলে আশাবাদী তাঁরা।

১৫ এপ্রিল দুপুর ১২টা থেকে সাঁতরাগাছি ও কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে বলে জানানো হয়েছে।

Related Video