বলিউড সুন্দরী দিশা পাটানিকে ইভটিজিং করার শাস্তি, নায়িকা ক্যারাটেতে কুপোকাত ভিলেন

বয়ফ্রেন্ড টাইগার শ্রফ-এর ফিটনেস থেকে অনুপ্রাণিত দিশা। টাইগারের মতো কঠোর অনুশীলন মেনে ফিটনেস চর্চায় দিশা। গত কয়েক বছরে ক্যারাটে-তেও নিয়েছেন প্রশিক্ষণ। ক্যারাটের কৌশলে কতটা দক্ষ হয়ে উঠেছেন দিশা। তারই দেখা মিলল এই ভিডিও-তে। 

| Updated : May 24 2022, 10:07 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দিশা পাটানির সৌন্দর্যে মুগ্ধ হন অনেকেই। এমনকী তাঁর ভক্তকুলে সংখ্যাটাও কম নয়। বর্তমান সময়ে বলিউডে যারা লাস্যময়ী রূপ-সৌন্দর্যে সিনেমাপ্রেমীদের মন জয় করেছেন তাঁদের মধ্যে দিশা পাটানি অন্যতম। এহেন দিশা পাটানি যে শুধুই সৌন্দর্য চর্চায় ব্যস্ত তেমনটা নয়, তিনি যেমন চুল বাঁধেন তেমনি ভিলেনদের পিটিয়ে শায়েস্তা করতেও কম যান না। সম্প্রতি একটি ভিডিও দিশা পাটানি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেছেন। যেখানে এক ইভটিজারকে পিটিয়ে শায়েস্তা করতে দেখা যাচ্ছে তাঁকে। রীতিমতো ক্যারাটের মারাত্মক সব পোজে ইভটিজারকে ধরাশায়ী করে দিয়েছেন তিনি। আসলে দিশা পাটানি-র এটা মারপিটের একটা ডামি ভিডিও। তিনি তাঁর ট্রেনারের সঙ্গে এই ভিডিওটি শ্যুট করেছেন। তবে মারপিটের এমন সব পোজে ক্যারাটের যে সব প্যাঁচ তিনি দেখিয়েছেন তা সত্যিকারেই অবাক করে দিয়েছে সকলকে। যেভাবে স্পট জাম্প দিয়ে তিনি লেগ থ্রোতে প্রতিপক্ষকে জবাব দিচ্ছিলেন এবং হাতের আপার কাট ও লোয়ার কাটকে সমান তালে ব্যবহার করছিলেন তাতে বোঝাই গিয়েছে বয়ফ্রেন্ড টাইগার শ্রফ-কে দেখে তিনিও অনেক কিছু রপ্ত করে নিয়েছেন এবং হয়ে উঠেছেন অ্যাকশন হিরোইন।      

Read More

Related Video