'আগুন লাগিয়ে দে বলা চাকরিহারা আসলে তৃণমূলের কর্মী', কসবা কাণ্ডে বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার
ssc scam news: কসবায় আগুন লাগিয়ে দে বলার পরই অ্যাকশনে নামে পুলিশ। লাঠি চার্জের পাশাপাশি লাথি মারা হয় চাকরিহারাদের। 'এসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান আর আগুন লাগিয়ে দে বলা চাকরিহারা আসলে তৃণমূলের কর্মী', বিস্ফোরক অভিযোগ করলেন অগ্নিমিত্রা পাল। দেখুন আর কী অভিযোগ করছেন তিনি।