রং মেখে ভূত সানি, কেমন কাটল তারকার হোলি, দেখে নিন ভিডিও

শুক্রবার হোলির আনন্দে মেতেছিলেন গোটা দেশের মানুষ। নাচে-গানে জমজমাট হোলি সেলিব্রশন সানি লিওনি-র। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এল ভিডিও। সাদা হট প্যান্টের সঙ্গে রঙিন টপে নজর কাড়লেন সানি।

Share this Video

শুক্রবার হোলির (Holi) আনন্দে মেতেছিলেন গোটা দেশের মানুষ। আর এই হোলি মানেই রং খেলা। রঙের (festival of colours) উৎসবে সবাই মজেন রং খেলায়। এই দিন রঙ মেখে বদলে যায় সবার মুখের চেহারা। আর এই হোলির দিনই রং খেলায় মজেছিলেন সকলে। রং খেলায় মজেছিলেন টলি থেকে শুরু করে বলি তারকারাও। সোশ্যাল মিডিয়ায় এদিন দেখা গিয়েছে টলি তারকাদের রং খেলার ছবি। সোশ্যাল মিডিয়ার হাত ধরে সানি লিওনেরও রং খেলার ছবি উঠে এসেছে। নাচে-গানে জমজমাট হোলি সেলিব্রশন করতে দেখা গিয়েছে সানি লিওনকে (Sunny Leone)। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এসেছে তাঁর এমনই এক ভিডিও। সাদা হট প্যান্টের সঙ্গে রঙিন টপে নজর কাড়তে দেখা গিয়েছে সানিকে। সবার সঙ্গেই এই বিশেষ দিনটা ভাগ করে নিতে দেখা গিয়েছে তাঁকে। যে অনুষ্ঠানে তিনি এদিন গিয়েছিলেন সেখানে মানুষের ভিড় ছিল দেখার মতো। সেখানে মনুষের উদ্দেশ্যে আবিরও ছুঁড়ে দেন তিনি।

Related Video