সলমান খানের জন্যই ঘর ভেঙেছিল ভাই আরবাজের, পরকীয়ায় জড়িয়ে ছিলেন মালাইকা-অর্জুন

 অর্জুন জড়িয়ে পড়েন বয়সে অনেকটাই বড় মালাইকার সঙ্গে। সলমন খানের নজড়ের আড়ালেই চলত তাদের প্রেম পর্ব। কিন্তু বেশদিন তাদের প্রেম চাপা থাকেনি। 

Share this Video

বনি কাপুর নিজের ছেলে অর্জুনকে পাঠিয়ে ছিলেন সলমন খানের কাছে। বলেছিলেন ছেলে যাতে সিনেমার জন্য ঠিকমত তৈরি হয় তার দিকে নজর রাখতে। সলমন খানের জন্যই গ্যালাক্সিতে অর্জুন কাপুরের অবারিত দার ছিল। দিনের অনেক সময়ই ভাইজানের বাড়িতে কাটাতেন অর্জুন। আর সেই সুবাদেই তিনি প্রথম প্রেমে পেড়েন অর্পিতার। তবে সলমন খানের ভয়ই অল্প দিনের মধ্যেই অর্পিতার সঙ্গে সম্পর্কে ইতিটানেন অর্জুন। তবে প্রেম বলে কথা। এরপর অর্জুন জড়িয়ে পড়েন বয়সে অনেকটাই বড় মালাইকার সঙ্গে। সলমন খানের নজড়ের আড়ালেই চলত তাদের প্রেম পর্ব। কিন্তু বেশদিন তাদের প্রেম চাপা থাকেনি। কিন্তু সলমন খান তাদের সম্পর্ককে মোটেও ভালোচোখে নেয়নি। সাবধান করেছিলেন বনি কাপুরকে। তবে কথা শোনেননি অর্জুন। মালাইকার প্রেমে পাগল অর্জুন। একটা সময় মালাইকাকেও বেছে নিতে হয় অর্জুন আর আরবাজ খানের মধ্যে একজনকে। মালাইকা অবশ্য অর্জুনকেই বেছে নেন। তবে তারপর থেকেই বলিউডে অনেকটাই অতীত হয়ে গেছেন মালাইকা।

Related Video