নুসরতের রিসেপশনের আসরে মিমি, কাঁধে নিলেন একাধিক ভার

  • বনুয়ার রিসেপশনে সবার আগে পৌঁচ্ছলেন মিমি চক্রবর্তী
  • একাধিক ভার কাঁধে তুলে নিলেন তিনি
  • নিজের দিদির বিয়েতেও  এত সাজেননি
  • চার বছর আগে ভেবে রেখেছিলেন কেমন হবে সাজ

Share this Video

বৃহস্পতিবার নুসরত জাহানের রিসেপশনে সেজে উঠল রয়্যাল। বনুয়া-র রিসেপশন, তাই সবার আগেই পৌঁচ্ছে গেলেন মিমি চক্রবর্তী। পরনে জিন্স-টপ। একঘন্টার মধ্যে তৈরি হয়েই নুসরত জাহান, নিখিল জৈন ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আসর প্রবেশ মিমির। বন্ধুর বিয়ে, তাই কাঁধে একরাশ দায়িত্ব, নিজে মুখেই স্বীকার করলেন সাংসদ।

এদিন নজর কাড়া লুকে সকলের সামনে ধরা দিলেন তিনি। রিসেপশনে কি পরবেন, তা ঠিক করে রেখেছিলেন আগে থেকেই। নিজের দিদির বিয়েতেও এত সাজেননি তিনি। তবে নুসরতের ইচ্ছে এবার বিয়ের পিঁড়িতে বসুক মিমি, তাই চুড়া দিয়ে বিয়েতে আশির্বাদও করে ছিলেন বন্ধুকে। তবে পাত্র এখনও ঠিক নেই, তাই মিমি চক্রবর্তীর বিয়ের জল্পনা আপাতত স্থগিত। 

Related Video