পরকীয়াই কী চিড় ধরাবে সুখী দাম্পত্য়ে , আসছে নতুন ওয়েব সিরিজ আউট অফ লাভ

  • সম্প্রতি ওয়েব সিরিজ আউট অফ লাভ-এর ট্রেলর মুক্তি পেয়েছে 
  • যেখানে সুখী দাম্পত্য়ে চিড় ধরায়,বিবাহ বহির্ভূত সম্পর্ক
  • পরিচালনা করেছেন টিগমাংশু ধুলিয়া এবং আইযাজ খান 
  • চলতি বছরের  ২২ নভেম্ভরে এই ওয়েব সিরিজের শুভ মুক্তি

Share this Video

সম্প্রতি রাসিকা দুগল এবং পূরব কোহলির নতুন ওয়েব সিরিজ আউট অফ লাভ এর ট্রেলার মুক্তি পেয়েছে। ডাক্টার মীরা কাপুরের ভূমিকায় অভিনয় করেছেন রাসিকা দুগল এবং আক্রশ কাপুরের ভূমিকায় অভিনয় করেছেন পূরব কোহলি। যেখানে সুখী দাম্পত্য়ের মাঝে চিড় ধরায়, আক্রশ কাপুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক। শেষ অবধি কী হবে, মীরা কি তার স্বামীকে ক্ষমা করে দেবে নাকি তার বিরোধিতা করে ভেঙে দেবে সম্পর্ক এই নিয়েই এগোবে আউট অফ লাভ -র নতুন ওয়েব সিরিজ। আউট অব লাভ ওয়েব সিরিজের গল্পের শুরু সুখী দাম্পত্য় জীবন দিয়েই। যেখানে ৩৭ বছরের রাসিকা দুগল দৃঢ় মনষ্ক ও সফল একজন মানুষ। তাদের ১২ বছরের একটি ছেলেও আছে। কিন্তু সেই দীর্ঘ দিনের ভালবাসার সম্পর্কেই ঘূণ ধরে। হঠাৎ একদিন মীরা তার স্বামী আক্রশ কাপুরের জামা থেকে অজানা কোনও এক মেয়ের চুলের অংশ খুঁজে পায়। আর তারপরেই সেই সূত্র ধরেই জানতে পারে আক্রশের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন টিগমাংশু ধুলিয়া এবং আইযাজ খান। প্রযোজনা করেছেন, বিবিসি স্টুডিও। চলতি বছরের ২২ নভেম্ভর হটস্টার ভিইপি-তে, আউট অফ লাভ ওয়েব সিরিজের শুভ মুক্তি।


Related Video