লকডাউনে নয়া সলমন, ট্রাক্টর নিয়ে নেমে পড়লেন মাঠে

সলমন খান লকডাউনে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই করছেন, তা সকলের সামনেই স্পষ্ট। ঘূর্ণীঝড়ের পর নিজে হাতে ঝাঁটা নিয়ে বাগান পরিষ্কার করা থেকে শুরু করে চাষ করা, বাদ পড়ছে না কিছুই। 

Share this Video

সলমন খান লকডাউনে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই করছেন, তা সকলের সামনেই স্পষ্ট। ঘূর্ণীঝড়ের পর নিজে হাতে ঝাঁটা নিয়ে বাগান পরিষ্কার করা থেকে শুরু করে চাষ করা, বাদ পড়ছে না কিছুই। এবার সলমন খান নেটিজেনদের তোপের সাফ জবাব দিতে প্রমাণ করলেন চাষটা তিনি জানেন। নিজের ফার্ম হাউসেই ট্রাক্টর চালিয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য শেয়ার করলেন। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে নেট-পাড়ায়। 

সম্প্রতি একটি ছবি শেয়ার করেছিলেন সলমন যেখানে, তাঁর গায়ে লেগেছিল মাটি, পাশাপাশি লিখেছিলেন কৃষকদের সন্মান করার কথা। এতেই ঘটেছিল বিপত্তি, নেটিজেনরা উপদেশ দিয়েছিলেন যে গায়ে মাটি মেখে কথা বলা সহজ, কিন্তু মাঠে নেমে যাঁরা চাষ করেন তাঁরাই বোঝেন এর কষ্ট। নিজের দক্ষতা প্রমাণ করতে খুব বেশি দিন সময় নিলেন না ভাইজান। 

Related Video