করণ জোহরের ৫০ তম জন্মদিন, রেড কার্পেটে বলিউডের চাঁদের হাট

করণ জোহরের ৫০ তম জন্মদিনের পার্টি। তারকাদের চাঁদের হাট করণের অট্টালিকায়। অতিথি তালিকায় আমির খান-সলমন খান। প্রাক্তন স্ত্রী কিরণ রাও-কে সঙ্গে নিয়ে এসেছিলেন আমির। কালো লেদার জ্যাকেটে পুরো ভাই লুক সলমনের। স্ত্রী ঐশ্বর্যকে নিয়ে পার্টি এসেছিলেন অভিষেক বচ্চন। এছাড়াও ছিলেন কাজল, রানি মুখোপাধ্যায়, গৌরী খান। বান্ধবী সাবা আজাদ কে নিয়ে গিয়েছিলেন হৃতিক রোশন। পুষ্পা খ্যাত নায়িকা রশ্মিকা মান্দানাও ছিলেন অতিথিদের তালিকায়। 

Share this Video

বলিউডের নামজাদা পরিচালক-প্রযোজক করণ জোহর সদ্যই ৫০-এ পা দিলেন। জীবনের ৪৯ টি বসন্ত পেরিয়ে ৫০-এ পা দিতেই গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করেছিলেন করণ জোহর। ৫০ বছর পূর্তিতে ধামাকাদার সেলিব্রেশনের আয়োজন করেছিল করণ জোহর। এককথায় বলতে গেলে করণের জন্মদিনে চাঁদের হাট বসেছিল। বলিউডের প্রথমসারির ব্যক্তিত্বরা হাজির হয়েছিল জমকালো পার্টিতে। ৫০-এও এভারগ্রিন করণ জোহর। পাশাপাশি বি-টাউনের তারকাদের গর্জিয়াস লুক নজর কেড়েছে সকলের। তবে সকলের মধ্যে পার্টিতে নজর কেড়েছেন ৪৮ বছর বয়সী মালাইকা আরোরা। করণের সঙ্গে ম্যাচিং রঙের সবুজ পোশাকে নিজেকে মেলে ধরেছেন মালাইকা আরোরা।। বুকখোলা জ্যাকেটের ভিতর গোলাপি রঙের অন্তর্বাস পরে নজর কেড়েছেন মালাইকা আরোরা, যা কিনা নবাগতাদেরও ছাপিয়ে গেছে। একনজরে দেখে নিন করণের হাফ সেঞ্চুরি সেলিব্রেশনের চাঁদের হাটের ঝলক।

Related Video