প্রকাশ্য জনসভায় বেফাঁস মন্তব্য, বিতর্কে মহিলা মোর্চার সভানেত্রী

  • ফ্যাশন জগত থেকে এসেছেন রাজনীতির দুনিয়ায়
  • বিজেপি-এর মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল
  • শালীনতার মাত্রা ছাড়ালেন প্রকাশ্যে জনসভায়
  • 'বটি দিয়ে পুরুষত্ব বের' করার নিদান দিলেন তিনি

Share this Video

'দিদি' নয়, 'দিদিভাই' সম্বোধনটা পছন্দের। ভরা জনসভায় 'ভাইদের পুরুষত্ব বের করে নেওয়া'র নিদান দিয়ে এবার বিতর্কে জড়ালেন বিজেপি-এর মহিলা মোর্চার সভানেত্রীর অগ্নিমিত্রা পাল। শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

দলের কাজে সোমবার বর্ধমানে গিয়েছিলেন অগ্নিমিত্রা। বর্ধমান শহরে বিজেপি দলীয় কার্যালয়ে বৈঠক করেন তিনি। এরপর চলে যান মেমারিতে। সেখানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য় করে বসেন মহিলা মোর্চার সভানেত্রী। মহিলাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের অস্ত্র ধরতে বলব না। তবে যদি কেউ বাড়ি ঢুকে আক্রমণ করেন, ধর্ষণ করতে আসে, শ্লীলতাহানি করতে আসে, তাহলে আঁশ বটি দিয়ে কীভাবে ছোট ছোট ভাইয়ের পুরুষত্বটা বের করে দিতে হয়, সেটা দেখিয়ে দেবেন।' ঠিক কী বোঝাতে চাইলেন গেরুয়াশিবিরের নেত্রী? বিতর্ক তুঙ্গে রাজনৈতিক মহলে।


Related Video