আয়কর রিটার্নের জন্য ৩১ মার্চের মধ্যে করতে হবে এই ৫ কাজ, না হলে পড়তে পারেন সমস্যায়

আয়কর রিটার্ন দাখিলের পর কি তাতে কোনও ভুল রয়েছে, তবে তা সংশোধন করুন ৩১ মার্চের মধ্যে। আধার এবং প্যান কার্ড লিঙ্কের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২২। আধার এবং প্যান কার্ড লিঙ্ক না করা থাকলে নানান সমস্যার সম্মুখিন হতে হবে।
 

Share this Video

আয়কর রিটার্ন দাখিলের পর কি তাতে কোনও ভুল রয়েছে, তবে তা সংশোধন করুন ৩১ মার্চের মধ্যে। আধার এবং প্যান কার্ড লিঙ্কের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২২। আধার এবং প্যান কার্ড লিঙ্ক না করা থাকলে নানান সমস্যার সম্মুখিন হতে হবে। করোনার জেরে ব্যাঙ্কে কেওয়াইসি আপডেটের দিন পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা না থাকে তবে ৩১ মার্চের মধ্যে তা অবশ্যই করে ফেলুন। কেওয়াইসি আপডেট করা না হলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। নাহলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। কারোর এমআইএস, এসসিএসএস বা টিডি অ্যাকাউন্ট থাকলে সেই সঙ্গেই পোস্ট অফিসে একটি সেভিং অ্যাকাউন্টও বানাতে হবে। ছোট সঞ্চয় প্রকল্পের থেকে সুদ পেতে ৩১ মার্চের মধ্যে পোস্ট অফিস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এর লিঙ্ক করাতে হবে। আপনার ডিম্যাট বা ট্রেডিং অ্যাকাউন্ট থাকলে তা কেওয়াইসি লিঙ্ক করতে হবে। ৩১ মার্চের মধ্যে কেওয়াইসি লিঙ্ক করতে হবে।

Related Video