অর্থের বিনিময়ে তৈরি হত করোনার জাল রিপোর্ট, গ্রেফতার ২
- অর্থের বিনিময়ে করোনা রিপোর্ট জাল করার অভিযোগ
- টাকা দিলেই মিলছে কোভিড নেগেটিভ রিপোর্ট
- উত্তর হাওড়ার দু'জন কর্মীর বিরুদ্ধে অভিযোগ
- এই ঘটনায় দু'জনকেই গ্রেফতার করা হয়েছে
উত্তর হাওড়ার একটি নামি বেসরকারি হাসপাতালে দু'জন কর্মীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। হাসপাতালে কোভিড টেস্ট করতে আসা মানুষদের টাকার বিনিময় কোভিড নেগেটিভ রিপোর্ট দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে ওই দুই কর্মীর বিরুদ্ধে। এই দুই ব্যক্তি ওই হাসপাতালেরই প্যাথলজিক্যাল ল্যাবের দুই কর্মী। এরকম অভিযোগ পাবার পর হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেন গোলাবাড়ি থানায়। তদন্ত শুরু করে গোলাবাড়ি থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে একজনকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর অমিত কুমার লাহা নামে আরও একজনকে গ্রেপ্তার করে হয়।