Murshidabad : নয়া মেরুকরণ! বেলডাঙায় যখন বাবরি মসজিদ, বহরমপুরে তখন রাম মন্দিরের শিলান্যাস

Murshidabad : একদিকে বেলডাঙায় বাবরি, অন্যদিকে বহরমপুরে রাম মন্দির! শিলান্যাস পর্বে এসে মুখ্যমন্ত্রীকে 'বাবরি তৈরির কারিগর' বলে তোপ বিজেপি নেতা শাখারভ সরকারের। সেই সঙ্গে ২০ বিধায়ককে চ্যালেঞ্জ। জানুন কী বললেন তিনি।

Share this Video

Murshidabad : একদিকে বেলডাঙায় যখন বাবরি মসজিদের প্রতিষ্ঠা ঘিরে চর্চা তুঙ্গে, ঠিক তখনই বহরমপুরের বুকে শুরু হলো রাম মন্দিরের তোড়জোড়। শনিবার বহরমপুরের বানজেটিয়ার মনীন্দ্র নগর এলাকায় ধুমধাম করে অনুষ্ঠিত হলো রাম মন্দিরের 'শিলাপুজো' ও শুভ শিলান্যাস পর্ব।

এদিন এই রাম মন্দিরের আনুষ্ঠানিক শিলান্যাস করেন বিজেপি নেতা শাখারভ সরকার। তিনি জানান, ‘আজ থেকেই রাম মন্দিরের প্রতিষ্ঠা পর্ব শুরু হয়ে গেল। আপাতত শিলাপুজো হলো, পরবর্তীতে বড় করে ভূমি পূজন অনুষ্ঠিত হবে।’

তবে শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয়, শিলান্যাসের মঞ্চ থেকেই রাজনৈতিক আক্রমণ শানান বিজেপি নেতা। বেলডাঙার বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘বাবরি মসজিদ কেবল হুমায়ুন কবীর করছেন না, ওখানে মমতা ব্যানার্জি নিজে ইনভল্ভ (জড়িত) আছেন।’ পাশাপাশি জেলার উন্নয়ন ও কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শাখারভ সরকার সাফ জানান, 'মুর্শিদাবাদ জেলায় কেন আজও কোনও শিল্প বা কলকারখানা গড়ে ওঠেনি, তার জবাব মুখ্যমন্ত্রী এবং এই জেলার কুড়ি জন বিধায়ককে দিতে হবে।'

সব মিলিয়ে, লোকসভা ভোটের আগে জেলায় মন্দির-মসজিদ রাজনীতি এবং শিল্পায়নের প্রশ্নে নতুন করে চাপানউতোর শুরু হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Video