Asianet News BanglaAsianet News Bangla

করোনায় মৃত অবসরপ্রাপ্ত রেলকর্মী, বাড়িতেই দীর্ঘক্ষণ পড়ে থাকল দেহ

  • আবারও করোনা আক্রান্তের দেহ পড়ে রইল বাড়িতেই
  • বাগুইআটির রঘুনাথপুর এলাকার ঘটনা
  • অবসরপ্রাপ্ত রেলকর্মীর দেহ আগলে তাঁর স্ত্রী
  • মৃত ব্যক্তির নাম অসিত দে
     
Apr 30, 2021, 2:51 PM IST

আবারও করোনা আক্রান্তের দেহ পড়ে রইল বাড়িতেই। বাগুইআটির রঘুনাথপুর এলাকার ঘটনা। অবসরপ্রাপ্ত রেলকর্মী দেহ আগলে তাঁর স্ত্রী। মৃত ব্যক্তির নাম অসিত দে। একাধিক হাসপাতালে ঘুরেও মেলেনি বেড। বৃহস্পতিবার রাতে বিনা চিকিৎসায় মৃত্যু হয় তাঁর। তার পর থেকে বাড়িতেই পড়ে রয়েছে দেহ।

Video Top Stories