ফের অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু, ৮ ঘন্টা ঘরেই পড়ে থাকল মৃত দেহ

  • আবারও অক্সিজেনের অভাবে মৃত্যু হল করোনা রোগীর
  • এবার ঘটনাটি ঘটেছে লেকটাউনে
  • মৃত্যুর ৮ ঘন্টা পরেও বাড়িতেই পড়ে রইল মৃতদেহ 
  • মৃত প্রৌঢ়ার নাম সুমতি দত্ত
  • ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়

Share this Video

আবারও অক্সিজেনের অভাবে মৃত্যু হল করোনা রোগীর। এবার ঘটনাটি ঘটেছে লেকটাউনের এক নম্বর পল্লীশ্রী অঞ্চলে। মৃত্যুর ৮ ঘন্টা পরেও বাড়িতেই পড়ে রইল মৃতদেহ। মৃত প্রৌঢ়ার নাম সুমতি দত্ত (৬৪)। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। প্রসঙ্গত, দু'দিন আগে তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। ভোর ৫টা নাগাদ তার মৃত্যু হয়। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ অভিযোগ গতকাল রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছিল, অনেক চেষ্টাতেও মেলেনি অক্সিজেন। অক্সিজেনের অভাবেই তাঁর মৃত্যু হয়।


Related Video