করোনা আক্রান্ত ভাই, প্রকাশ্যে ভাইকে আদরে ভরালেন দিদি

  • করোনা আক্রান্ত ভাই
  • তাঁকেই প্রকাশ্যে আদর দিদির
  • এতে অবশ্য বাধ সাধননি হাসপাতাল কর্মীরা
  • এমনকি তাঁদের পরণেও দেখা গেল না পি.পি.ই কিট
  • এই ঘটনায় করোনা নিয়ে ছেলেখেলার অভিযোগ উঠছে
     

Share this Video

করোনা অবহে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল। যেখানে করোনা রোগীকে আইসোলেশন ওয়ার্ড থেকে তপসিখাতা কভিড হাসপাতালে স্থানান্তরিত করার সময় জড়িয়ে ধরল তাঁর দিদি। স্থানান্তরকারী চিকিৎসাকর্মীদেরও নেই পিপিই কিট। এমনকি একই ছবি ধরা পরল হাসপাতালের আউটডোরে। করোনা আক্রান্ত ভাই। তাঁকেই প্রকাশ্যে আদর দিদির। এতে অবশ্য বাধ সাধেননি হাসপাতাল কর্মীরা। এমনকি তাঁদের পরণেও দেখা গেল না পি.পি.ই কিট। এই ঘটনায় করোনা নিয়ে ছেলেখেলার অভিযোগ উঠছে।

Related Video