'কলকাতায় ভ্যাকসিনের স্টক শেষ হতে বসেছে', ভ্যাকসিন নিয়ে ফের কেন্দ্র সরকারকে বিঁধলেন ফিরহাদ

সোমবার সাংবাদিকদের মুখোমুখি ফিরহাদ হাকিম। 'কলকাতায় ভ্যাকসিনের স্টক শেষ হতে বসেছে', জানালেন ফিরহাদ। আগামী দু'দিনের মধ্যে ভ্যাকসিন না আসলে ২-৩ দিন বন্ধ থাকবে ভ্যকসিনেশন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করেই প্রধানমন্ত্রীকে বিঁধলেন তিনি। 'পাবলিসিটি ফর বার্থডে- র জন্য ভ্যকসিনের  স্টক তৈরি হচ্ছে', এমনটাই বলতে শোনা গেল ফিরহাদ হাকিমকে। সেই সঙ্গেই অবশ্য ফিরহাদ হাকিম জানান, যে রাজ্য গুলিতে ভোট রয়েছে সেই সমস্ত রাজ্য গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।  

Share this Video

সোমবার সাংবাদিকদের মুখোমুখি ফিরহাদ হাকিম। 'কলকাতায় ভ্যাকসিনের স্টক শেষ হতে বসেছে', জানালেন ফিরহাদ। আগামী দু'দিনের মধ্যে ভ্যাকসিন না আসলে ২-৩ দিন বন্ধ থাকবে ভ্যকসিনেশন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করেই প্রধানমন্ত্রীকে বিঁধলেন তিনি। 'পাবলিসিটি ফর বার্থডে- র জন্য ভ্যকসিনের স্টক তৈরি হচ্ছে', এমনটাই বলতে শোনা গেল ফিরহাদ হাকিমকে। সেই সঙ্গেই অবশ্য ফিরহাদ হাকিম জানান, যে রাজ্য গুলিতে ভোট রয়েছে সেই সমস্ত রাজ্য গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Related Video