অক্সিজেন থেকে অ্যাম্বুল্যান্স পরিষেবার তথ্য, করোনা কালে মানুষের ভরসা এখন ঈপ্সিতার ওয়েবসাইট

  • করোনা কালে নানান সমস্যার সম্মুখিন হতে হচ্ছে সাধারণ মানুষকে  
  • চিকিৎসা সংক্রান্ত নানান সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে
  • কখনও মিলছে না অ্যাম্বুল্যান্স কখনও আবার অক্সিজেন
  • সেই সমস্যারই একরকম সমাধন নিয়ে এল ঈপ্সিতা এই ওয়েবসাইট

Share this Video

করোনা কালে অক্সিজেন থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স এই সব জরুরি পরিষেবা পেতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সমস্ত জরুরি পরিুষেবা সংক্রান্ত সমস্ত তথ্যই মিলবে এবার একটি ওয়েবসাইটের মাধ্যমে। বালুড়ঘাটের ঈপ্সিতার তৈরি এই ওয়েবসাইট নতুন আশার আলো দেখাচ্ছে। এই ওয়েবসাইটের খুব সহজেই করোনা সংক্রান্ত নানান তথ্য পাওয়া যাচ্ছে, যাতে উপকৃত হচ্ছে বহু মানুষ। তাঁর এই কাজে তিনি তাঁর মা-বাবারও সহযগিতা পেয়েছেন।

Related Video