টিকা নেওয়ার পর আসেনি কোনও এসএমএস, ভ্যাকসিন আতঙ্ক এবার হাওড়ায়

  • করোনা টিকা নেওয়ার পর আসেনি কোনও এসএমএস
  • কসবার পর এবার এমনই অভিযোগ উঠল হাওড়ায়
  • করোনা টিকা নিয়ে আতঙ্কিত সেখানকার শতাধিক মানুষ
  • একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে

Share this Video

করোনা টিকা নেওয়ার পর আসেনি কোনও এসএমএস। কসবার পর এবার এমনই অভিযোগ উঠল হাওড়ায়। করোনা টিকা নিয়ে আতঙ্কিত সেখানকার শতাধিক মানুষ। একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। হাওড়া ময়দানে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির হাওড়া শাখার অফিসে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল মাস দুয়েক আগে। দুমাস আগে টিকা নিয়েও অনেকেই পাননি কোনও এসএমএস। এই নিয়েই এখন আতঙ্কে ভুগছেন অনেকেই। সংস্থার সম্পাদক অবশ্য মানুষকে আশ্বস্ত করেছেন। যান্ত্রিক সমস্যার কারণেই এমনটা হচ্ছে বলে দাবি তাঁর।


Related Video