করোনা রুখতে কড়াকড়ি রাজপুর-সোনারপুর -এ, মোতায়েন হল পুলিশ পিকেট

  • করোনার জেরে ৩দিন বন্ধ রাজপুর-সোনারপুর -এর বাজার
  • আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সেই কথা
  • সেই মতই সোমবার থেকে বন্ধ বাজার
  • সেখানে চলছে এখন পুলিশি নজরদারি

Share this Video

সোমবার থেকে তিন দিন বন্ধ থাকবে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর এবং সোনারপুর পুরসভার সমস্ত বাজার। এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এলাকার বাজার বন্ধ সফল করতে সোমবার সকাল থেকেই বিভিন্ন বাজারে বসানো হয়েছে পুলিশ পিকেট। শুধুমাত্র ওষুধ ও দুধের দোকান খোলা থাকবে সেখানে, বাকি সমস্ত দোকানপাট তিন দিন বন্ধ রাখতে হবে বলে জানিয়েছে পুরসভা।

Related Video