পিপিই কিট পরে করোনা রোগীকে হাসপাতালে পৌঁছে দিলেন অটো চালক ও তাঁর দুই সঙ্গী

  • পেশায় অটোচালক রানা নাথ
  • রেট ভলিন্টিয়ারের সদস্য তিনি 
  • আপাতত করোনার জন্য নানান পরিষেবা দিচ্ছেন তিনি
  • পিপিই কিট পরে তিনি নিজেই হাসপাতালে পৌঁছিয়ে দিলেন করোনা রোগীকে

/ Updated: May 12 2021, 01:57 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পেশায় অটোচালক রানা নাথ। রেট ভলিন্টিয়ারের সদস্য তিনি। আপাতত করোনার জন্য নানান পরিষেবা দিচ্ছেন তিনি। করোনা রোগীদের অক্সিজেন সাপ্লাইয়েরও কাজ করছেন তিনি। মঙ্গলবার রাতে অ্যাম্বুল্যান্সের জন্য তাঁর কাছে ফোন আসে। তিনি খবর পান করোনা রোগী নিয়ে যাওয়ার জন্য মিলছে না অ্যাম্বুল্যান্স। পিপিই কিট পরে তিনি নিজেই পৌঁছিয়ে যান করোনা রোগীর বাড়িতে। তাঁর সঙ্গে ছিল তাঁর দুই সঙ্গীও। তারপরে তিনি নিজে তাঁকে হাসপাতালে ভর্তি করে দেন ওই করোনা রোগীকে।