সামিদের নিয়ে ভাবনা, রাতের ঘুম উড়েছে বাংলাদেশের

ভারতের বিরুদ্ধে প্রথম পিঙ্ক বল টেস্টে নামার আগে বাংলাদেশের অধিনায়ক মমিনুল বলছেন, পোলাপি বলটা তাঁদের কাছে বড় ফ্যাক্টর নয়, বরং অনেক বেশি ভাবনার ভারতীয় দলের পেস বোলিং। 

Share this Video

শুক্রবার থেকে ভারতের বিরুদ্ধে প্রথম দিন রাতের টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। তার আগে বৃহস্পতিবার ইডেনে শেষ অনুশীলন করল বাংলাদেশ দল। সাংবাদিক সম্মেলনে এসে টাইগার অধিনায়ক মমিনুল হক বলছেন, গোলাপি বল নিয়ে তাঁদের খুব বেশি ভাবনা নেই। সব থেকে বেশি ভাবতে হচ্ছে ভারতীয় দলের পেস আক্রমণ নিয়ে। সামি-উমেশ-ইশান্তদের কী ভাবে সামলানো যায় সেটাই বুঝে উঠতে পারছেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাই বলের রং বদলও তাঁদের কাছে কোনও সমস্যা বলে মনে হচ্ছে না। মমিনুলদের মাথায় শুধু তিনটে নাম ঘুড়ছে , মহম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা। 

Related Video