ইডেনে সোয়েটার গায়ে অনুশীলনে বিরাট, গোলাপি যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে

প্রথম পিঙ্ক বল টেস্টের জন্য ইডেনে প্রস্তুতি টিম ইন্ডিয়ার। বুধবার বেলা সাড়ে তিনটে নাগাদ মাঠে নেমে পরে বিরাটের দল। ফ্লাড লাইটের নিচে অনুশীলন বেশ উপভোগ করলেন ভারতীয় দলের তারকারা। 

Share this Video

বাংলাদেশ মাঠ থেকে ওঠার পর গোলাপি যুদ্ধের প্রস্তুতিতে মাঠে নেমে পরে ভারতীয় দল। প্রথমে প্রথা মাফিক ফুটবল, তারপর ব্যাট বল হাতে পিঙ্ক বল টেস্টের প্রস্তুতি শুরু করে টিম ইন্ডিয়া। শহর কলকাতায় হালকা শীতের মেজাজ। তাই গায়ে সোয়টার চাপিয়ে নেটে ব্যাটিং করলেন বিরাট কোহলি। পিঙ্ক বল টেস্টের আগে বেশ খোসা মেজাজে পাওয়া গেল বাংলার দুই ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা ও মহম্মদ সামিকে। এদিন সাংবাদিক সম্মেলন করতে এসেছিলেন ঋদ্ধি। আগে গোলাপি বলের খেলার অভিজ্ঞতা আছে তাঁরা। প্রথম পিঙ্ক বল টেস্ট নিয়ে দলের মধ্যে কোনও চাপ নেই। বলের বং বদলকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না ঋদ্ধি সহ গোটা ভারতীয় দল। বৃহস্পতিবার সকালে অনুশীলন করবে টিম ইন্ডিয়া। 

Related Video