কেকেআর-এর মুখ থেকে জয় ছিনিয়ে দুরন্ত জয় চেন্নাই-এর

রবিবার আরও এক রুদ্ধশ্বাস ম্যাচ দেখল ক্রিকেট প্রেমীরা (Cricket)। শেষ ওভারে দুই উইকেটে কলকাতাকে হারিয়ে দিল চেন্নাই (CSK vs KKR)। দ্বিতীয় পর্বে প্রথম থেকেই দুর্দান্ত খেলছিল মর্গ্যানের দল। রবিবারের ম্যাচে তবে শেষ রক্ষা করতে পারল না নাইটরা। এদিন ১৫ বলে ২০-তেই আটকে যায় নাইটদের দল। শেষে দশ বলে ২৪ দরকার ছিল চেন্নাইয়ের। কেকেআরের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন জাদেজা। 
 

Share this Video

রবিবার আরও এক রুদ্ধশ্বাস ম্যাচ দেখল ক্রিকেট প্রেমীরা (Cricket)। শেষ ওভারে দুই উইকেটে কলকাতাকে হারিয়ে দিল চেন্নাই (CSK vs KKR)। দ্বিতীয় পর্বে প্রথম থেকেই দুর্দান্ত খেলছিল মর্গ্যানের দল। রবিবারের ম্যাচে তবে শেষ রক্ষা করতে পারল না নাইটরা। এদিন ১৫ বলে ২০-তেই আটকে যায় নাইটদের দল। শেষে দশ বলে ২৪ দরকার ছিল চেন্নাইয়ের। কেকেআরের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন জাদেজা। 

Related Video