পুজোর আড্ডা জমিয়ে তুলতে চলে আসুন সিয়েনা ক্যাফে-তে

  • আড্ডা প্রিয় বাঙালির অন্যতম ডেস্টিনেশন সিয়েনা ক্যাফে
  • গড়িয়াহাট মোড়ের হিন্দুস্তান পার্কে রয়েছে আড্ডার এই ডেস্টিনেশন

Share this Video

আড্ডা প্রিয় বাঙালির এক অন্যতম ডেস্টিনেশন সিয়েনা ক্যাফে, গড়িয়াহাট মোড়ের হিন্দুস্তান পার্কে। জনপ্রিয় এই ক্যাফে অন্যান্য বছরে পুজোর সময়ে খোলা থাকে না, তবে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠার জন্য সিয়েনা ক্যাফে এই বছর পুজোতে চেষ্টা করছে যাতে আড্ডা প্রিয় বাঙালি পুজোর আড্ডা সহ পুজোর পরবর্তী আড্ডা বা বিজয়া সম্মিলনী সেরে ফেলতে পারেন সিয়েনাতেই। শুধু মাত্র নেটিজেনদের জন্যই নয় এই ক্যাফে আসেন অফিস ফেরত, আবসরপ্রাপ্ত বহু মানুষ মন খুলে আড্ডা দিতে আসেন এই ক্যাফে তে।

Related Video