Lakshmi Puja : ১০০ বছরে মা লক্ষ্মীর আরাধনায় গড়িয়ার দাস পরিবার, সন্ধ্যারতির সময় পেঁচা এসে বসে

আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো। ধন-সম্পদের দেবীকে তুষ্ট করতে জোরকদমে তোড়জোড়৷ ১০০ তম বর্ষে পদার্পণ করল গড়িয়ার দাস পরিবারের লক্ষ্মীপুজো। ধুমধাম করে বাড়িতে আরাধনা হচ্ছে মা লক্ষ্মীর। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত সাউথ গড়িয়ায় ঘোষপুর এলাকায়। এই দুদিন লক্ষ্মীপুজোয় মেতে ওঠেন দাস পরিবার। এই লক্ষ্মী প্রতিমার বামদিকে পেঁচা থাকে। সন্ধ্যারতির সময় জীবন্ত লক্ষী পেঁচা দেখা যায় প্রতি বছর, জানালেন দাস পরিবারের এক সদস্য। 

Share this Video

আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো। ধন-সম্পদের দেবীকে তুষ্ট করতে জোরকদমে তোড়জোড়৷ ১০০ তম বর্ষে পদার্পণ করল গড়িয়ার দাস পরিবারের লক্ষ্মীপুজো। ধুমধাম করে বাড়িতে আরাধনা হচ্ছে মা লক্ষ্মীর। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত সাউথ গড়িয়ায় ঘোষপুর এলাকায়। এই দুদিন লক্ষ্মীপুজোয় মেতে ওঠেন দাস পরিবার। এই লক্ষ্মী প্রতিমার বামদিকে পেঁচা থাকে। সন্ধ্যারতির সময় জীবন্ত লক্ষী পেঁচা দেখা যায় প্রতি বছর, জানালেন দাস পরিবারের এক সদস্য। 

Related Video