পুজোতে বাপ্পি লাহিড়ির হাত ধরে গায়িকা ঋতুপর্ণার আত্মপ্রকাশ

পুজোতে গায়িকা ঋতুপর্ণার আত্মপ্রকাশ। প্রকাশ পেল ফুলবতী-র অডিও, সুরকার বাপ্পি লাহিড়ি। বাপ্পি লাহিড়ির ৫০ তম কর্মজীবনের উদযাপনে এই গান। কলকাতায় তারকা সমাবেশে গানের আত্মপ্রকাশ ঋতুপর্ণার। উত্তর কলকাতার সিদ্ধিবিনায়ক দেবস্থানাম মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন হয়। সঙ্গীতশিল্পী সুরজিৎ থেকে অভিনেতা অর্জুন চক্রবর্তী, বিশিষ্টজনেদের উপস্থিতিতে প্রকাশ পেল ফুলবতীর অডিও। মুম্বইয়ে বাপ্পি লাহিড়ির স্টুডিওতেই গানটির রেকর্ডিং হয়। বাপ্পি লাহিড়ি ও ঋতুপর্ণার এই জুগলবন্দিতে শুভেচ্ছার বন্যা। হরিহরণ, রশিদ খান, ঊষা উত্থুপ, জয় সরকার, সাহেবদের শুভেচ্ছা। সকলের সামনে ফুলবতীর দুকলি গেয়েও শোনালেন ঋতুপর্ণা। 

Share this Video

পুজোতে গায়িকা ঋতুপর্ণার আত্মপ্রকাশ। প্রকাশ পেল ফুলবতী-র অডিও, সুরকার বাপ্পি লাহিড়ি। বাপ্পি লাহিড়ির ৫০ তম কর্মজীবনের উদযাপনে এই গান। কলকাতায় তারকা সমাবেশে গানের আত্মপ্রকাশ ঋতুপর্ণার। উত্তর কলকাতার সিদ্ধিবিনায়ক দেবস্থানাম মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন হয়। সঙ্গীতশিল্পী সুরজিৎ থেকে অভিনেতা অর্জুন চক্রবর্তী, বিশিষ্টজনেদের উপস্থিতিতে প্রকাশ পেল ফুলবতীর অডিও। মুম্বইয়ে বাপ্পি লাহিড়ির স্টুডিওতেই গানটির রেকর্ডিং হয়। বাপ্পি লাহিড়ি ও ঋতুপর্ণার এই জুগলবন্দিতে শুভেচ্ছার বন্যা। হরিহরণ, রশিদ খান, ঊষা উত্থুপ, জয় সরকার, সাহেবদের শুভেচ্ছা। সকলের সামনে ফুলবতীর দুকলি গেয়েও শোনালেন ঋতুপর্ণা। 

Related Video