আজ মহা দ্বিতীয়া, পুলিশি পাহারায় কোচবিহারের বড় দেবীকে গয়না পরানো হল
কোচবিহারের বড় দেবীর পুজো ৫০০ বছরের পুরনো পুজো, গত সোমবার শুরু হয় বড় দেবীর প্রতিপদের পুজো, আজ পুলিশি পাহারায় কোচবিহারের দেবীকে গয়না পরানো হয়, এরপর বড়ো কোষাকুষির জলে রাজ প্রতিনিধি দেবীর মৃন্ময়ীরূপ দর্শন করেন।
কোচবিহারের বড় দেবীর পুজো ৫০০ বছরের পুরনো পুজো, গত সোমবার শুরু হয় বড় দেবীর প্রতিপদের পুজো, আজ পুলিশি পাহারায় কোচবিহারের দেবীকে গয়না পরানো হয়, দেবীর গলার তিন লহরির মালা, নথ ও মাথার চূড়ার একদম উপরে ওর চাঁদ । এরপর বড়ো কোষাকুষির জলে রাজ প্রতিনিধি দেবীর মৃন্ময়ীরূপ দর্শন করেন। রাজ প্রতিনিধি হিসেবে অজয় কুমার দেববক্সী দেবীর মুখ দর্শন করেন।