Durga Puja 2022 : সত্যজিৎ রায়ের 'গুপি বাঘা' এবার আসানসোল কল্যাণপুর সর্বজনীন স্কীম ২ পুজো কমিটিতে

আসানসোলের কল্যাণপুর সর্বজনীন স্কীম ২ পুজো কমিটি ৪১ বছরে পর্দাপণ করলো । সত্যজিৎ রায়ের 'গুপি বাঘা' উঠে এসেছে এবার তাদের থিমে 

| Oct 02 2022, 06:29 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আজ মহাসপ্তমী। শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর আনন্দে খুশির রেশ বাঙালির মনে। কালকাতার পাশাপাশি আসানসোলেও থিম পুজায়ও নতুনত্বের ছোঁয়া , কল্যাণপুর সর্বজনীন স্কীম ২ পুজো কমিটির থিম 'গুপি বাঘা' , এই কমিটি এবার পা দিল ৪১ তম বর্ষে , সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মদিন উপলক্ষে এই প্রয়াস , মন্ডপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে প্রতিমাও করা হয়েছে এই পূজায়  

Read more Articles on