Durga Puja 2022 : নিরঞ্জন হল দক্ষিণ সুইডেনের হেলসিংবর্গের দুর্গাপ্রতিমার, দেখুন ভিডিও

দক্ষিণ সুইডেনের হেলসিংবর্গের কনকনে ঠাণ্ডায় তিথি মেনে দুর্গাপুজো , পুরোহিত হচ্ছেন নারীরা । ধুনুচি নাচ, বরণ, সিঁদুর খেলার মাধ্যমে নিরঞ্জন হল প্রতিমার 

Share this Video

দক্ষিণ সুইডেনের হেলসিংবর্গের কনকনে ঠাণ্ডায় তিথি মেনে দুর্গাপুজো | এই দুর্গাপুজোর পুরোহিত দুই বাংলার নারীরাই | ধুনুচি নাচ, বরণ, সিঁদুর খেলার মাধ্যমে নিরঞ্জন হল প্রতিমার | 

সাউথ সুইডেন বেঙ্গলি কালচারাল সোসাইটির আয়োজকরা প্রবাসে সকলে মিলে এই পুজোর আয়োজন করে। এই দূরপ্রান্তরের পুজোর জোগাড় করা বেশ কঠিন হয়ে ওঠে। প্রবাসে মূর্তি প্রতি বছর আনানো সম্ভব হয় না, তাই একই মূর্তিতে মায়ের আরাধনা হয়ে এসেছে বিগত বছরগুলোতে। প্রতিবছর অত্যন্ত সুব্যবস্থায় সংরক্ষণ করে রাখা হয়ে মায়ের মূর্তি পরের বছরের জন্য। সাউথ সুইডেনে অক্টোবর মাসে বেশ ঠাণ্ডা, সেই জন্যে খোলা মাঠে পুজো করা সম্ভব হয় না এখানে, কমিউনিটি হল ভাড়া করে দুর্গা মায়ের পুজো সম্পন্ন করতে হয়। 

Related Video