করোনা বিধি মেনেই গঙ্গার ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন

  • পুজো শেষ, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন
  • তবে এবছরের ছবিটা অন্যান্য বছেরের তুলনায় একেবারেই আলাদা
  • ভাসানে এবার সাধারণ মানুষের ভিড় নেই 
  • করোনা বিধি মেনেই এবার চলছে মায়ের ভাসান
/ Updated: Oct 27 2020, 01:09 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রতি বছর সারা বাংলার মানুষ পুজোর এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। সেই পুজোই শেষ হয় দশমীতে। সিঁদুর খেলা আর বরণের মধ্যে দিয়ে বিদায় জানানো হয় মা দুর্গাকে। আর তার পরেই শুরু হয় দশমীর ভাসান। এবছরও অন্যান্য বছরের মত শুরু হয়ে গিয়েছে 'আসছে বছর আবার হবে' -র সঙ্গে দেবীর ভাসান। তবে এবার সবার মায়ের কাছে একটাই প্রর্থনা, করোনা যেন চির বিদায় নেয়। আগামি বছর যেন করোনা ভুলে আবার সবাই মাততে পারে পুজোয়। এবছর তবে করোনা বিধি মেনেই বিসার্জন ঘাটে চলছে প্রতিমা বিসর্জন। সেখানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানালেন সেখানে কড়া নজরদাড়িতে চলছে ভাসান।