১০০ পর্ব পার করল ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’

১০০ পর্ব পার করল ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। স্টুডিয়ো পাড়ায় উদ্‌যাপন হল জমিয়ে। টালিগঞ্জের ১৩ নম্বর স্টুডিয়োয় হাসি-কান্নায় এই ভাবেই কেটে যাচ্ছে ‘লক্ষ্মী কাকিমা’র পর্দার সংসার। 

Share this Video

দোকান আর বাড়ি মিলিয়ে সকাল থেকে শুরু হয় তাঁর ব্যস্ততা। তবে বৃহস্পতিবার লক্ষ্মী কাকিমার বাড়ি ছিল জমজমাট। ১০০ পর্ব বলে কথা! সংসারের ব্যস্ততার মাঝেও উদ্‌যাপন তো হতেই হবে। এল বড় চকোলেট কেক। তাতে লক্ষ্মী কাকিমার ছবি। কারণ, তিনিই-তো মা লক্ষ্মী! দেবব্রতর কাছে তিনি তা-ই। এক পাশে বৌমা, আর এক পাশে স্বামী। কেক কাটলেন তিনি। একে অপরকে খাইয়ে দিলেন কেক। 

Related Video