ব্যতিক্রমী জন্মদিন পালন রুদ্রনীলের, ছোট বন্ধুদের সঙ্গেই মজায় মেতে উঠলেন অভিনেতা

  • ছোটদের সঙ্গে জন্মদিনের আনন্দে মাতলেন রুদ্রনীল
  • তাদের সঙ্গেই কাটলেন কেক
  • ভাগ করে নিলেন আনন্দ
  • লেক গার্ডেন্সের ঝুপড়ি এলাকায় পালন করলেন জন্মদিন
     

Share this Video

ছোটদের সঙ্গে জন্মদিনের আনন্দে মাতলেন রুদ্রনীল। তাদের সঙ্গেই কাটলেন কেক। ভাগ করে নিলেন আনন্দ। লেক গার্ডেন্সের ঝুপড়ি এলাকায় পালন করলেন জন্মদিন। সেখানকার বাচ্চাদের হাতে তুলে দিলেন শীতের পোশাকও। সেই সঙ্গেই বেলুন দিয়ে সাজানো হয়েছিল গোটা এলাকা। সব মিলিয়ে একেবারে অন্যরকম জন্মদিন। ব্যতিক্রমী জন্মদিন পালন করে বেজায় খুশি তিনি। এই বিশেষ দিনটা চুটিয়ে উপভোগ করলেন অভিনেতা। 

Related Video