ঝিনুকের এক ছোট্ট বিকিনিতে কোনও মতে ঢাকা স্তন, সাগর সৈকতে ঘাম ছোটালেন উরফি

উরফি জাভেদ মানেই এখন ভাইরাল ফ্যাশনের ফিয়েস্তা। তাঁর নিত্য নতুন সাহসী ফ্য়াশনের চমকে বুদ হয়ে থাকে নেটিজেনরা। শরীর খোলা পোশাকে শুধুমাত্র গোপনাঙ্গ ঢেকে কীভাবে ফ্য়াশন করতে হয় তাতে উরফি এই মুহূর্তে সবচেয়ে বড় পথ প্রদর্শক। লজ্জা-শরমের ভয় ডর নেই। কেউ একটি কথা শোনালে পাল্টা দুটো কথা শোনানোর মতো জেদ রয়েছে তাঁর। বলতে গেলে এক আগুনে কন্যা উরফি। আর তেমনি আর আগুন লাগানো ফ্যাশন সেন্স, যা এখন লোকের মুখে মুখে। 
 

| Updated : May 11 2022, 10:45 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উরফি জাভেদ মানেই অদ্ভুত সব ফ্যাশনের প্রদর্শন। সাহসী পোশাকের এই ফ্যাশনে এখন ১ নম্বরে উরফি। এবার উরফি জাভেদ ধরা দিলেন ঝিনুকের বিকিনি পরে 
সৈকতের সফেনওয়ালা জলে উরফি তখন যেন মায়াবিনী। ময়ূর পেখমের রঙে রাঙানো সেই ঝিনুকে কাচুলিতে উরফি। গমওয়ালা রঙের শরীরে ঝিনুকের সেই কাচুলি ঘাম ছোটাতে যথেষ্ট। সম্প্রতি উরফি-কে পিঠখোলা এক পোশাকে দেখা যায় বিমান বন্দরে। সেই দিন আবার পায়ে কোনও জুতো পরেছিলেন না উরফি
তাঁর পা-এর নিচের কালো স্পট মুহূর্তে ধরা পড়েছিল ক্যামেরায়। আর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল। যদিও, এই সব জিনিস এক্কেবারেই পাত্তা দেন না উরফি। কারণ উরফি মনে করেন তিনি জীবন কাটান নিজের মর্জিতে। আর এদিন সেই সঙ্গে ঘটল আরও একটি ঘটনা। ইনস্টাগ্রামে উরফির ফলোয়ারের সংখ্যা ৩০ লক্ষের মাইল ফলক ছুঁয়ে ফেলল। আসলে উরফি জাভেদ মানেই এখন ভাইরাল ফ্যাশনের ফিয়েস্তা। তাঁর নিত্য নতুন সাহসী ফ্য়াশনের চমকে বুদ হয়ে থাকে নেটিজেনরা। শরীর খোলা পোশাকে শুধুমাত্র গোপনাঙ্গ ঢেকে কীভাবে ফ্য়াশন করতে হয় তাতে উরফি এই মুহূর্তে সবচেয়ে বড় পথ প্রদর্শক। লজ্জা-শরমের ভয় ডর নেই। কেউ একটি কথা শোনালে পাল্টা দুটো কথা শোনানোর মতো জেদ রয়েছে তাঁর। বলতে গেলে এক আগুনে কন্যা উরফি। আর তেমনি আর আগুন লাগানো ফ্যাশন সেন্স, যা এখন লোকের মুখে মুখে। 

Related Video