বিজেপি-প্রভাবিত নেত্রী অগ্নিমিত্রা হাঁটলেন মিছিলে! টলিপাড়ার শিল্পীরা হাঁটলেন দুর্নীতির বিরুদ্ধে

  • আজ টলিপাড়ার কলাকুশলীদের নিয়ে মিছিলে হাঁটলেন অগ্নিমিত্রা পাল
  • তিনি নাম না করে তৃণমূলকে তোপ দাগেন
  • বলেন বিশেষ পার্টি করে বেশি কাজ পাওয়ার দুর্নীতি চলবে না 

| Updated : Jul 08 2019, 08:10 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আজ সোমবার টালিগঞ্জ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস এবং কালচারাল কনফেডারেশনের সদস্যরা তথা বিজেপি মনোভাবাপন্ন কলাকুশলীরা মিছিল করলেন। বিকেল ৪টেয় টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তি থেকে দাসানি স্টুডিও পর্যন্ত এই মিছিল চলে। এদিন অগ্নিমিত্রা পাল বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দলের কথা মতো চললে তবেই শিল্পীরা কাজ পাচ্ছেন, টাকা পাচ্ছেন। বাকিরা পাচ্ছেন না। এই দুর্নীতি দিনের পর দিন ধরে চলে আসছে। এটা আমি বলছি না। সবাই বলছে। 

যদিও কিছুদিন আগে অগ্নিমিত্রা জানিয়েছিলেন, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস এবং কালচারাল কনফেডারেশন কোনও রাজনৈতিক দল নয়। বিজেপি শুধু এটি এনডোর্স করছে। স্টুডিও পাড়ার যেকোনও সমস্যা নিয়েই এই সংগঠন কাজ করবে বলে জানিয়েছিলেন তিনি। 

Read More

Related Video