মাসতুতো ভাইয়ের সঙ্গেই ছেলে বেলার বেড়ে ওঠা তাঁর, বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকের ছায়া তাঁর মাসির বাড়িতে
বুধবার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী গায়ক বাপ্পি লাহিড়ি। সকালে কলকাতা থেকে প্রথমে এক আত্মীয় ফোনে জানায় বাপ্পি লাহিড়ি আর নেই। এরপরই শোকের ছায়া নেমে আসে চৌধুরী পরিবারে।
বুধবার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী গায়ক বাপ্পি লাহিড়ি। সকালে কলকাতা থেকে প্রথমে এক আত্মীয় ফোনে জানায় বাপ্পি লাহিড়ি আর নেই। এরপরই শোকের ছায়া নেমে আসে চৌধুরী পরিবারে। জানা গিয়েছে, দু'বছর বয়স থেকেই শিলিগুড়ির কোর্ট মোড় এলাকায় মাসির বাড়িতে আসা যাওয়া ছিল বাপ্পি লাহিড়ির। গোটা বাড়ি জুড়েই রয়েছে বাপ্পি লাহিড়ির স্মৃতি। এদিন সকালে তার মৃত্যুর খবর মিলতেই আকাশ ভেঙে পড়ে পরিবারের সদস্যদের মাথায়।পরিবার সূত্রে খবর, মাসতুতো দাদা ভবতোষ চৌধুরী ও বাপি লাহিড়ী ওই বাড়িতে একসঙ্গে বেড়ে উঠেছেন। পরে কলকাতা ও কলকাতা থেকে মুম্বাইয়ে পাড়ি দেন বাপ্পি লাহিড়ি। কিন্তু বছরে অন্তত চার থেকে পাঁচবার যাওয়া হত মাসির বাড়ি। শেষ গিয়েছিলেন ২০১৭ সালে। শুধু তাই নয়, ২০১৬ সালে শেষ লাইভ শো পারফরম্যান্স শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চেই গেয়েছিলেন তিনি।