
Jalpaiguri Latest News: মুখোমুখি হাতি আর পর্যটকের গাড়ি! সাহসী পুলিশ অফিসারের তৎপরতায় অল্পের জন্য রক্ষা
জলপাইগুড়ির লাটাগুড়িতে ফের হাতির আতঙ্ক। সূত্রের খবর জাতীয় সড়কে আচমকাই উঠে আসে এক বুনো হাতি। সূত্রের খবর ছোট গাড়িগুলির উপর হামলা চালায় বুনো হাতিটি।
জলপাইগুড়ির লাটাগুড়িতে ফের হাতির আতঙ্ক। সূত্রের খবর জাতীয় সড়কে আচমকাই উঠে আসে এক বুনো হাতি। সূত্রের খবর ছোট গাড়িগুলির উপর হামলা চালায় বুনো হাতিটি। একজন পুলিশের এএসআই পর্যটক ও গাড়ির আরোহীদের প্রাণ বাঁচালেন। দেখে নিন সেই মুহূর্ত।