কুণালের ওপর অত্যাচার দ্যুতি-বনির, ভিডিও ভাইরাল

গাঁটছড়া ধারাবাহিকের শ্যুটিংয়ের নানান দৃশ্য় হামেশাই উঠে আসে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। কতটা মজা করে তাঁরা শ্যুটিং করে সেই ছবি উঠে এল আরও একবার। এবার শ্যুটিয়ের ফাঁকে তারা ঠিক কী করে সেই ছবি উঠে এল। 
 

Share this Video

গাঁটছড়া ধারাবাহিক সবার মনে জায়গা করে নিয়েছে। স্টার জলসার এখন জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। গাঁটছড়া ধারাবাহিকের শ্যুটিংয়ের নানান দৃশ্য় হামেশাই উঠে আসে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। কখনও তাঁদের দেখা যায় শ্যুটিংয়ের ফাঁকে নাচ করতে, কখনও দেখা যায় মজা করতে। কতটা মজা করে তাঁরা শ্যুটিং করে সেই ছবি উঠে এল আরও একবার। এবার শ্যুটিয়ের ফাঁকে তারা ঠিক কী করে সেই ছবি উঠে এল। গাঁটছড়ার শ্যুটিংয়ের ফাঁকে চলে চুটিয়ে আড্ডা। দ্যুতি যে কতটা মজা করতে পারে সেই ছবি উঠে এসেছে। শুধু দ্যুতি নয় তাঁর সঙ্গে দেখা গেল কুণাল এবং বনিকেও। তিনজনকেই চুটিয়ে আড্ডা মারতে দেখা গেল সেখানে। কুণালের ওপর অত্যাচার করতে দেখা গেল দ্যুতি আর বনিকে। সবটাই তবে যে মজা করেই করছেন তা ভিডিওটি দেখলেই বেশ বোঝা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছেন কুনাল অর্থাৎ রিয়াজ লস্কর।

Related Video