অবশেষে সাত পাকে বাঁধা পড়ল দ্যুতি-রাহুল

একের পর এক নতুন মোড় নিচ্ছে গাঁটছড়া ধারাবাহিক। অবশেষে সাত পাকে বাঁধা পড়ল দ্যুতি-রাহুল। দ্যুতি-রাহুলের বিয়েকে কেন্দ্র করে একের পর এক ঘটনা ঘটছিল। দ্যুতি রাহুলকে বিয়ে করার জন্য নিজেকে অন্তঃসত্ত্বা বলে।
 

Share this Video

স্টার জলসার এখন জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। প্রথমদিকে এই ধারাবাহিক তারকাদের মন করতে না পারলেও এখন অনেকেরই প্রিয় ধারাবাহিক গাঁটছড়া। এই ধারাবাহিক টিআিপি তালিকায়ও নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। একের পর এক নতুন মোড় নিচ্ছে গাঁটছড়া ধারাবাহিক। খড়ির দিদির সঙ্গে বিয়ে করতে গিয়ে খড়ির সঙ্গেই বিয়ে হয় ঋদ্ধিমানের। অন্যদিকে খড়ির দিদি দ্যুতি পালিয়ে যায় সিংহরায় পরিবারেরই এক ছেলের সঙ্গে। পরে তারা ফিরে আসলে তাদের নিয়ে নানান সমস্যা দেখা দেয় পরিবারে। অবশেষে সাত পাকে বাঁধা পড়ল দ্যুতি-রাহুল। দ্যুতি-রাহুলের বিয়েকে কেন্দ্র করে একের পর এক ঘটনা ঘটছিল। দ্যুতি রাহুলকে বিয়ে করার জন্য নিজেকে অন্তঃসত্ত্বাও বলে। তবে সিংহরায় পরিবারের বউ হওয়ার জন্য সবটাই তাঁর সাজানো। এখনও খড়ি তা না জানলেও রাহুলের নানান অন্যায় খড়ি সামনে নিয়ে আসে। এবার এই খড়ি আর রাহুলেরই বিয়ে। আর বিয়ের এই ভিডিও শেয়ার করেছেন রাহুল।

Related Video